কেরাণীগঞ্জ-নবাবগঞ্জ-দোহারে নির্বাচনি আমেজ, ছেঁয়ে আছে পোস্টারে
ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জনগণের দুয়ারে যাচ্ছেন তারা। বুড়িগঙ্গার ওপারে ঢাকা জেলার কেরাণীগঞ্জ, নবাবগঞ্জ, দোহার উপজেলা ছেয়ে আছে পোস্টারে পোস্টারে।
উপজেলাগুলোতে রয়েছে হেভিওয়েট প্রার্থী। অন্যান্য সব প্রার্থীর মধ্যে সরব অবস্থানে আছেন ক্ষমতাসীন দলের প্রার্থীদের পাশাপাশি জাতীয় পার্টি ও স্বতন্ত্রপ্রার্থীরা। তবে, নৌকার প্রচার বেশিই বলে জানিয়েছেন এলাকাবাসী। বিভিন্ন মহল্লা ঘুরে দেখা গেছে তেমনটিই। সেখানে এলাকাভিত্তিক গড়ে তোলা হয়েছে নৌকার নির্বাচনি ক্যাম্প।
ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সালমান এফ রহমান, একই আসনে জাতীয় পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট সালমা ইসলাম। মাঠে আছেন তৃণমূল বিএনপি থেকে মফিদ খানও। নির্বাচনি এলাকায় তারা জনসংযোগ চালাচ্ছেন। এলাকায় টাঙানো হয়েছে পোস্টার। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে হাজির হচ্ছেন তারা।
ঢাকা-২ আসনে নির্বাচন করছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। জাতীয় পার্টি থেকে সেখানে লড়ছেন শাকিল আহমেদ। এই আসনে বিজয়ী হতে প্রতিদ্বন্দ্বিতায় আছেন স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ডা. হাবিবুর রহমান। এই আসনে নির্বাচন নিয়ে চলছে আলোচনা। সব প্রার্থীরাই বিজয়ী হওয়ার প্রত্যায় নিয়ে মাঠে আছেন বলে জানা গেছে।
ঢাকা-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে মাঠে আছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সেখানে জাতীয় পার্টির প্রার্থী মনির সরকার। এ আসনের স্বতন্ত্রপ্রার্থী আলী রেজা ট্রাক প্রতীকে সরব আছেন।