ময়মনসিংহ-৩ আসনে দুই নারী প্রার্থীর জমজমাট নির্বাচনি প্রচার
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি প্রচার-প্রচারণা। দুই নারী প্রার্থীর নির্বাচনি প্রচারণায় জমজমাট ভোটের মাঠ। তাঁরা রাতদিন ভোটারদের মন জয় করতে নানা উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।
আজ বুধবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী জনসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিলুফার আনজুম পপি এবং স্বতন্ত্রপ্রার্থী নাজনিন আলম। সকালে গৌরীপুর পৌরসভার ভালুকা এলাকায় গণসংযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী নাজনিন আলম।
এই আসনে নৌকার একজন এবং স্বতন্ত্র চারজনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্রপ্রার্থীরা নির্বিঘ্নে জনসংযোগ করছেন বলে জানিয়েছেন।
নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি বলেন, সারা দেশে বর্তমান সরকারের অভূতপূর্ব উন্নয়ন হলেও সেই ধারাবাহিকতায় নেতৃত্ব সংকটে নেই গৌরীপুর। তেমন একটা উন্নয়ন হয়নি এখানে। এখানকার জনগণ দলমত নির্বিশেষে এবার নৌকার নির্বাচনে ঐক্যবদ্ধ। এখানে নৌকার বিজয় হবে। সারা দেশের ন্যায় ব্যাপক উন্নয়ন করবেন বলেও জানান তিনি।
নাজনিন আলম জানান, তিনি এর আগেও নির্বাচন করেছেন। তিনি জিতেছিলেন, তবে তাঁকে হারিয়ে দেওয়া হয়েছিল। নারী ভোটারদের নিজের ভোটব্যাংক বলে দাবি করেন তিনি।
এর বাইরে অন্য রাজনৈতিক দলের প্রার্থীরা তেমন জোড়ালোভাবে প্রচার চালাচ্ছেন না বলে জানিয়েছে স্থানীয়রা।