আমার নির্বাচনি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে : মাহি

Looks like you've blocked notifications!
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার নিপা মাহিয়া আজ রোববার নিজ নির্বাচনি এলাকায় প্রচার-প্রচারণার সময় সাংবাদিকদের সামনে বক্তব্য দেন। ছবি : এনটিভি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার নিপা মাহিয়া (মাহিয়া মাহি) বলেছেন, ‘আমার নির্বাচনি অফিসে আগুন দেওয়া হয়েছে। তখন স্থানীয়রা দেখতে পেয়ে আগুন নিভিয়েছে। না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতো। এ বিষয়ে আমি মামলা করব। 

আজ রোববার (৩১ ডিসেম্বর) সকালে নিজ নির্বাচনি এলাকায় প্রচার-প্রচারণার সময় শারমিন আক্তার নিপা মাহিয়া এসব কথা বলেন।

চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, ‘গতকাল রাতে আমার নির্বাচনি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। স্থানীয়রা যারা আগুন দেখতে পেয়েছে তারা আগুন নিভিয়েছে। না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। এতে কিছু কাগজ পুড়েছে। এটা একটা দৃষ্টান্ত….। যেভাবে আগুন দেওয়া শুরু হয়েছে, আমি সবাইকে অনুরোধ করবো বিষয়টি যেনো ফোকাস করা হয়। বিচার না হলে এমন ঘটনা আরও বড় পরিসরে হবে।’

এক প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। তারাও আমার অফিস পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে থানায় মামলা দেবো। ইতোমধ্যে আমার প্রতিনিধি থানায় গেছে। কিন্তু, বিষয়টি যেটি হচ্ছে, আগুন দেওয়া, পোড়ানো! এগুলো টাকার ক্ষতি। এটার বড় একটা ক্ষতি হচ্ছে, ওই এলাকার মানুষের মধ্যে ভয় ঢুকে গেছে। তারা আসলে ভোট দিতে যাবে কিনা। এটা একটা চিন্তার বিষয়। এগুলোর বিচার না হলে, জনগণের মধ্যে ভয় ঢুকে থাকবে।’