মাথানত করিনি বলে ষড়যন্ত্রের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে : প্রধানমন্ত্রী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/01/02/pm_2.jpg)
ফরিদপুরে জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : এনটিভি
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত থেমে নেই। যারা মুক্তিযুদ্ধে আমাদের সমর্থন দেয়নি, তারা এখনও ষড়যন্তে লিপ্ত। আমি তাদের কাছে মাথানত করিনি বলে তারা ষড়যন্ত্র ও চক্রান্ত আরও বাড়িয়ে দিয়েছে।
প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার (২ জানুয়ারি) ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন।
নৌকা মার্কায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য দেশের মানুষের উন্নয়ন। এ জন্যই আমরা জনকল্যাণে নানামুখী পদক্ষেপ নিয়ে কাজ করছি। শুধুমাত্র নৌকা মার্কা ভোট পেলেই দেশের উন্নয়ন হয়।
প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশে ৫৮ লাখ মানুষকে বয়স্ক ভাতা দিচ্ছি। এ ছাড়া আমরা স্বামী পরিত্যাক্তা ও বিধবাদের বিশেষ ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের সরকারের আগে এ ধরনের ভাতা আর কোনো সরকারই দেয়নি।