নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার মাহবুব আলম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসন থেকে সরে গেলেন জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী মো. মাহবুব আলম (লাঙ্গল)। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) বিরল উপজেলা জাপার কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে সংবাদমাধ্যমকর্মীদের সামনে এ ঘোষণা দেন লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মাহবুব আলম।
এ সময় মো. মাহবুব আলম বলেন, ‘এ নির্বাচন কতটুকু ফ্রি ফেয়ার হবে, ভোট কাউন্টিং কতটুকু ট্রান্সপারেন্ট হবে এবং ডিক্লারেশন কতটুকু অথেন্টিকেশন হবে, এ নিয়ে আমি সন্দিহান। আই এম লিটল কনসাল্ট। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সবাইকে জানান দিতে চাই আজ থেকে আমি আমার সব নির্বাচনি কর্মকাণ্ড বন্ধ রাখলাম, অব্যাহতি নিলাম এবং আমি এই ইলেকশন থেকে সরে দাঁড়ালাম।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি লোকমান হাকিম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মোসলেম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস খান, অর্থবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ মমতাজুল হক, দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য সামিদুর রহমান, অন্যতম সদস্য আব্দুস সাত্তারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখা জাতীয় পার্টির নেতাকর্মীতারা।