শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বীরগঞ্জ থানা। ছবি : এনটিভি অনলাইন
দিনাজপুরের বীরগঞ্জে শয়নকক্ষ থেকে জাহিদ হাসান জনি (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার পৌরশহরের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গতকাল সোমবার (৭ এপ্রিল) রাতের খাবার খেয়ে অন্য ঘরে ঘুমাতে যান জাহিদ। পরে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে শয়ন ঘরের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ সুরতহাল রিপোর্ট ও আলামত সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।