চট্টগ্রাম-৭ আসনে বিপুল ভোটে ড. হাছান মাহমুদ বিজয়ী

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ড. হাছান মাহমুদ বিপুল ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলে শুরু হয় গণনা। পরে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল থেকে আসে তার বিজয়ের তথ্য।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এক লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের ইকবাল হাসান পেয়েছেন ৯ হাজার ৩০১ ভোট।

চট্টগ্রাম-৭ আসনে ড. হাছান মাহমুদরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন—বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) একতারা প্রতীকের প্রার্থী মো. মোরশেদ আলম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকের প্রার্থী আহমদ রেজা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী মুহাম্মদ ইকবাল হাছান, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মুছা আহমেদ এবং তৃণমূল বিএনপির সোনালী আশ প্রতীকের প্রার্থী খোরশেদ আলম।