হেরেও ৬১৩ ভোটে জয়ের দাবি নৌকার প্রার্থী মুন্নার
ঢাকা-৫ আসনে নৌকার প্রার্থী হারুনর রশীদ মুন্নাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল বিজয়ী হয়েছেন। তিনি ৫০ হাজার ৬৩১ ভোট পেয়ে নিকটতম প্রার্থীর চেয়ে ২৯৭ ভোট বেশি পেয়েছেন। এ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। তবে হারুনর রশীদ মুন্না দাবি করেছেন, তিনি ৬১৩ ভোটে জিতেছেন।
মো. জাহাংগীর আলম ফলাফল ঘোষণা করার সময় বলেন, মশিউর রহমান মোল্লা সজল ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ৫০ হাজার ৬৩১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী হারুনর রশীদ (মুন্না) পেয়েছেন ৫০ হাজার ৩৩৪ ভোট।
অর্থাৎ ইসি সচিবের ঘোষণা অনুযায়ী, সজল বিজয়ী হয়েছেন ২৯৭ ভোটে।
কিন্তু, ইসি সচিবের এ ঘোষণার পরপরই গতকাল রোববার রাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে হারুনর রশীদ মুন্না রাজধানীর নির্বাচন ভবনে চলে আসেন। সে সময় তিনি এ প্রতিবেদকের কাছে দাবি করেন, ‘আমি আওয়ামী লীগের প্রার্থী। আমি বিজয়ী হয়েছি। আমার আসনে ভোট কারচুপি হয়নি। তবে, গণনায় ভুল হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ভুল করেছে। আমি ৬১৩ ভোটে জিতেছি। কিন্তু, ২৯৭ ভোটে হার দেখানো হয়েছে। ১৮৭টি কেন্দ্রের ভোট পুনঃগণনার দাবি জানাই আমি।’
হারুনর রশীদ মুন্না বলেন, ‘আমার নেতাকর্মীরা প্রথমে ফলাফল পেয়েছেন। সেখানে আমাকে ৬১৩ ভোটে জয়ী ঘোষণা করা হয়েছে। তারপর আমরা বিজয় উল্লাসও করেছি। পরে শুনি আমাকে ফেল করানো হয়েছে। অথচ, আমাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল প্রথমে। তারপর ফলাফল উল্টে গেল কীভাবে আমি জানি না। তারপর আমি সেগুন বাগিচায় গেলাম রিটার্নিং অফিসারের কাছে। তিনি আমাকে বললেন, আমার সহকারী রিটার্নিং অফিসাররা আমাকে যা দেয়, সেই ফলাফল ঘোষণা করতে হয়। আপনি আগারগাঁওয়ের নির্বাচন অফিসে যান। তারপর আমি এখানে এসেছি।’
হারুনর রশীদ মুন্না যখন এ দাবি করেন, তখন আওয়ামী লীগেন কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার সঙ্গে ছিলেন। সে সময় রিয়াজুল বলেন, ‘আমরা আজকে ইসিকে বিষয়টি জানিয়েছি। কালকে প্রয়োজনীয় কাগজ নিয়ে ইসিকে এ বিষয়ে বিস্তারিত জানাব।’