ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচনে দুই হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে বিল্লাল মিয়ার জয়
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে হেভিওয়েট দুই প্রার্থীকে হারিয়ে মো. বিল্লাল মিয়া (ঘোড়া প্রতিক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (৯ মার্চ) বিকেলে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করে জেলা নির্বাচন অফিস।
ফলাফল অনুযায়ী ঘোড়া প্রতীকে মো. বিল্লাল মিয়া পেয়েছেন ৭৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক দুবারের পৌর মেয়র মো. হেলাল উদ্দিন পেয়েছেন ৪৯০ ভোট। এ ছাড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. শফিকুল আলম পেয়েছেন ১৩৩ ভোট।
বিজয়ী বিল্লাল মিয়া জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন।
এর আগে সকাল ৯টা থেকে ইভিএম পদ্ধতিতে জেলার ৯টি ভোটকেন্দ্রে ভোট শুরু হয়। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত। এতে জেলার নয়টি উপজেলা, পাঁচটি পৌরসভা ও ১০০টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
জেলায় মোট ভোটার সংখ্যা এক হাজার ৩৮৪ জন জন। এর মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৩৬৬ জন।