নওগাঁয় তারেক রহমানের জনসভায় দুই লাখ মানুষ সমাগমের প্রত্যাশা
সারা দেশে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ২০ বছর পর নওগাঁয় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টায় শহরের এটিম মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।
আজ রোববার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক অ্যাডভোকেট সম্পাদক শাহিন শওকত।
এর আগে এই জনসভার বেশ কয়েকটি স্থান পরিদর্শন করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এই জনসভায় প্রায় দুই লাখ মানুষের সমাগম হতে পারে বলে প্রত্যাশা স্থানীয় বিএনপির।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত বলেন, আগামী ২৯ জানুয়ারি সকালে রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর বিকেলে নওগাঁয় আসবেন তিনি। সেখানে নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার পর তিনি যাবেন পৈতৃক নিবাস বগুড়ায়। সেখানেও একটি জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
শাহিন শওকত আরও বলেন, নওগাঁয় জনসভায় তারেক রহমান প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং জনগণের কাছে বিএনপির প্রতিশ্রুতি তুলে ধরবেন। জনসভাটি সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু ও শফিউল আজম রানা, নওগাঁ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের প্রার্থী শামসুজ্জোহা খান, নওগাঁ-৩ আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের প্রার্থী ডা. ইকরামুর বারী টিপু, নওগাঁ-৫ আসনের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ও নওগাঁ-৬ আসনের প্রার্থী শেখ রেজাউল ইসলাম এবং জয়পুরহাট জেলার বিএনপি প্রার্থীরাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আসাদুর রহমান জয়, নওগাঁ