গার্মেন্টসের মতো নতুন শিল্প আনব, আরও কর্মসংস্থান তৈরি হবে : তারেক রহমান
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে গার্মেন্টসের মতো নতুন নতুন শিল্প এনে আরও বেশি বেশি কর্মসংস্থান তৈরি করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে গাজীপুরের রাজবাড়ী মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্যে তিনি এ কথা জানান।
তারেক রহমান বলেন, গাজীপুর শুধু শিল্প নগরী না, এটি বাংলাদেশের গার্মেন্টসের রাজধানী। গার্মেন্টসে লাখ লাখ মা-বোন ও ভাইয়েরা কাজ করেন। এই গার্মেন্টস শিল্প বাংলাদেশে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিদেশে যে আমাদের শ্রমিক যায় সেই শ্রমিক পাঠানোর ব্যবস্থা করেছিল বিএনপি সরকার। মেয়েদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন খালেদা জিয়া। এই দেশের খেঁটে খাওয়া মানুষের জন্য একমাত্র বিএনপিই কাজ করে থাকে।
বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচনে বিএনপি জয়ী হলে গার্মেন্টসের মতো আমরা নতুন নতুন শিল্প আনব। যেখানে আরও বেশি সংখ্যক মা-বোনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তরুণ ভাই-বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
২০ বছর ৯ মাস পর গাজীপুরে কোনো কর্মসূচিতে যোগ দিলেন তারেক রহমান। সর্বশেষ ২০০৫ সালের মার্চে গাজীপুরে ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছিলেন তিনি।
এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে এক জনসভায় যোগ দেন। বিকেলে এ জনসভায় অংশ নিয়ে তিনি বলেন, একটি দল বলছে—বিএনপি দুর্নীতি করেছে। ২০০১ থেকে ২০০৭ সালে পর্যন্ত তাদের দুজন মন্ত্রী ছিলেন। তারা কেন সেই সময় পদত্যাগ করে চলে আসেনি। কারণ তারা জানত, খালেদা জিয়া কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেননি। এটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। যারা এখন এসব বলছে, তারা নিজেদের বিরুদ্ধেই বলছে।
তারেক রহমান বলেন, আগামী ১২ ফ্রেরুয়ারি ভোটের অধিকার প্রয়োগ করতে যাচ্ছেন আপনারা। কেন এই অধিকার দরকার? আগামী দিনে জনগণের ইচ্ছায় যাতে সরকার চলতে পারে, সেজন্যই দরকার ভোটের অধিকার।
বিএনপি চেয়ারম্যান বলেন, এই এলাকায় বিভিন্ন সমস্যা ছিল। কোনো সমস্যার সমাধান হয়নি। কারণ ভোটে নির্বাচিত সরকার ছিল না। আমি-ডামির নির্বাচন ছিল। তাই জনগণের কথা শোনার মতো কেউ ছিল না।
তারেক রহমান আরও বলেন, দেশের অর্ধেকের বেশি নারী। এই বিশাল জনগোষ্ঠীকে পেছনে রেখে আমরা এগোতে পারব না। এজন্য ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছি, যাতে একটু হলেও পরিবারের সমস্যা সমাদান হয়। কৃষক কার্ডের মাধ্যমে সার, কীটনাশক পৌঁছাতে চাই; যাতে কৃষক ভাইয়েরা একটু একটু করে দাঁড়াতে পারেন।
বিএনপি চেয়ারম্যান বলেন, আমি খাল খনন করব। কে কে থাকবেন? আমি থাকব আপনাদের সঙ্গে। এ সময় দলটি সরকার গঠন করতে পারলে কী কী উদ্যোগ নেবে তা সংক্ষেপে উল্লেখ করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক