কোনো অপশক্তি, অন্যায় আবদারের কাছে মাথা নত করব না : ইসি আলমগীর
নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘আমরা কোনো অপশক্তি ও অন্যায় আবদারের কাছে মাথা নত করব না। নির্বাচন সুষ্ঠু করতে যা যা করণীয় সবই করা হবে।’
আজ রোববার (২১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন উপলক্ষে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় ইসি আলমগীর এ কথা বলেন।
ইসি আলমগীর বলেন, ‘আগামী ৮ মে প্রথম ধাপে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন যেন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় সেজন্য নির্বাচন কমিশনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের কর্মকর্তারা কী ব্যবস্থা নিয়েছেন সেটা আমরা শুনেছি। এরপর আমাদের পরিকল্পনা কী রয়েছে সেই বিষয়ে পরামর্শ দিয়েছি। এ ছাড়া কিছু চ্যালেঞ্জের কথা উঠে এসেছে, সেগুলো কীভাবে সমাধান করতে পারব সেটা নিয়ে আলোচনা করেছি।’
ইসি আলমগীর আরও বলেন, ‘দুটি বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। আজকে থেকেই নির্বাচনি এলাকায় মাইকিং চলবে যেন প্রার্থীরা তাঁদের ব্যানার ফেস্টুন সরিয়ে নেন। প্রয়োজনে পুলিশের সহায়তা নিয়ে সেসব ব্যানার ফেস্টুন খুলে ফেলা হবে। আর ক্যাম্পের বিষয়ে নির্বাচন কমিশনের আইন রয়েছে। সেই ক্যাম্পের যথাযথ তালিকা প্রদান করে অনুমোদন নিতে হবে। সেসব ক্যাম্পের বাইরে অতিরিক্ত ক্যাম্প অবৈধ এবং আচরণবিধি ভঙ্গ করলে তারা শাস্তির আওতায় চলে আসবে।’
ইসি আলমগীর আরও বলেন, ‘সংসদ নির্বাচনে যেমন ব্যবস্থা নেওয়া হয়েছে, ঠিক একই রকম ব্যবস্থা নেওয়া হবে। কে কার আত্মীয়, কে আত্মীয় নন সেগুলো বিবেচ্য নয়। বিবেচ্য বিষয় হচ্ছে প্রার্থী আইনগত ভাবে যা যা করতে পারবেন সেগুলো করার রাইটস থাকবে। এর বাইরে নিয়ম ভেঙে কিছু করার সুযোগ থাকবে না, আর সে যারই আত্মীয় হোক না কেন। যারা ইতোমধ্যে আইন ভঙ্গ করেছেন, নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।’
স্থানীয় নির্বাচনে ভোটার এবং প্রার্থী সবাই সবাইকে চিনে থাকেন উল্লেখ করে ইসি আলমগীর বলেন, এখানে প্রতিযোগিতা, ভোটার উপস্থিতি বেশি হয়। এই কারণে একটু উত্তেজনা থাকতে পারে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে যেন কেন্দ্রে কেউ প্রভাব বিস্তার করতে না পারে। আমাদের সজাগ দৃষ্টি থাকবে।’
জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র্যাব ১১-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশাসহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা।