চার ঘণ্টায় ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে : ইসি
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৬০ উপজেলায় চার ঘণ্টায় ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বেলা বাড়ার সঙ্গে ভোটের হার বাড়বে বলা আশা করছে কমিশন।
আজ বুধবার (৫ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব শফিউল আজিম সাংবাদিকদের এ তথ্য জানান।
শফিউল আজিম বলেন, সকাল আটটা থেকে চতুর্থ ধাপের ভোট শুরু হয়েছে। ২৬ জেলার ৬০ উপজেলায় ভোটগ্রহণ চলছে। দুপুর ১২টা পর্যন্ত পাঁচ হাজার ১৪৪টি কেন্দ্রের মধ্যে তিন হাজার ৪২৩টি কেন্দ্রের তথ্য এসেছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে মানুষ এ ভোটে অংশগ্রহণ করছে। ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে।
৬০ উপজেলায় ভোটের মধ্যে ছয় উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট হচ্ছে জানিয়ে ইসি সচিব বলেন, ‘বাকিগুলোতে সনাতন পদ্ধতিতে হয়েছে। ছোটখাটো ব্যত্যয় ছাড়া মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা না মানায় তাদের কিছু জরিমানা করা হয়েছে। দু-একটি জায়গায় যারা বিশৃঙ্খলা করেছে, তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। জরিমানা করা হয়েছে। এটি বড় বিষয় না।’
কোনো কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়নি জানিয়ে শফিউল আজিম বলেন, ‘আমাদের নির্বাচনি কর্মকর্তারা এখন পিক আওয়ারে আছে, তাই সব কেন্দ্রের তথ্য আসতে সময় লাগছে। নেটওয়ার্কের কোয়ালিটির ওপরে অ্যাপের তথ্য আসা নির্ভর করে৷’
ভোটার উপস্থিতি সন্তোষজনক কি না জানতে চাইলে শফিউল আজিম বলেন, ‘গ্রাম অঞ্চলের লোকজন কাজ শেষ করে ভোট দিতে আসেন। শেষের দিকে ভোট পড়ার হার বেড়ে যায়।’