মুসকানের পাশের ব্যক্তি তাঁর বাবা নন
ভারতের কর্ণাটক রাজ্যে গেরুয়া উত্তরীয় পরিহিত মিছিলকারী তরুণদের সামনে ‘আল্লাহু আকবর’ বলে আলোড়ন সৃষ্টিকারী মুসকান খানের পাশে দাঁড়িয়ে তাঁর মাথায় হাত রাখা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটি তাঁর বাবা নন।অথচ ফেসবুক ও ইউটিউবসহ অনলাইনে অনেকেই এমন একটি ছবি শেয়ার করে ওই ব্যক্তিকে মুসকানের বাবা হিসেবে দাবি করছেন।এনটিভি ফ্যাক্টচেকের অনুসন্ধানে দেখা গেছে—ছবিটির বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হায়দরাবাদের জিলানী নামের একজন।‘মুসকান ও...
সর্বাধিক ক্লিক