শিল্পী সোহাগ পারভেজের আঁকা ৭১টি শিল্পকর্ম নিয়ে অ্যাথেনা গ্যালারিতে চলছে ‘আমার সোনার দেশ’ শিরোনামে একক চিত্রপ্রদর্শনী। এটি শিল্পীর ষষ্ঠ একক প্রদর্শনী। এই প্রদর্শনীতে ৭১টি চিত্রকর্মের মধ্যে ৬২টি জলরং, সাতটি অ্যাক্রেলিক, একটি প্যাস্টেল এবং একটি পোস্টার কালারে আঁকা। প্রদর্শনীটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন (সকাল ১০টা থেকে রাত ৮টা) সবার জন্য উন্মুক্ত থাকবে। ছবি : সংগৃহীত