রাজধানীর গুলিস্তানে নর্থ সাউথ রোডের সুরিটোলা স্কুলের কাছাকাছি একটি পাঁচতলা ভবনে বিস্ফোরণ ঘটে। আজ মঙ্গলবার বিকেলের এই বিস্ফোরণে ভেঙেচূড়ে যায় ভবনে দেওয়া, খসে পড়ে পলেস্তারা, ধসে পড়ে দেওয়াল। পরে ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থা উদ্ধার অভিযানে নামে। ছবি : ফোকাস বাংলা