সাম্প্রতিক সহিংসতা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে সারা দেশে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। তারই অংশ হিসেবে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক বিভাজনের দেয়ালে বিভিন্ন ধরনের উদ্দীপনামূলক স্লোগান সম্বলিত গ্রাফিতি এঁকেছে শিক্ষার্থীরা। এসব দেয়াল চিত্রে কবিতার আঙ্গিকে তারুণ্যের উদ্দীপনামূলক প্রতীকী ছবি ও স্লোগান স্থান পেয়েছে। দেশ সংস্কার ও রাষ্ট্র বিনির্মাণে নিজেদেরকে ‘জেন-জি বা জেনারেশন জেড’ আখ্যা দিয়ে অনুপ্রেরণামূলক স্লোগান দেওয়ালে আঁকছেন শিক্ষার্থীরা। ছবি : এনটিভি অনলাইন