চায়না প্রজাতির হাঁস লালনপালন করে সফলতা পেয়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের এক উদ্যোক্তা। তিনি জানিয়েছেন, স্থানীয়রা একে ‘বেইজিং জাতের হাঁস’ বলে। এই হাঁস লালনপালন করা খুবই সহজ এবং কোনো প্রকারের প্রতিকূলতার সৃষ্টি হয় না। দেশীয় হাঁসের মতো দেশীয় খাবার খাওয়ানো যায় বলে পরিশ্রম ও খরচ কম। তবে যেহেতু হাঁস সবসময় পানিতে থাকতে পছন্দ করে সেজন্য বাসস্থানের আশপাশে জলাশয়ের ব্যবস্থা করতে হবে। ছবি : পিবিএ