পরিবার ঘিরেই তারকার ঈদ
ঈদ মানেই পরিবার সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত। তারকারাও এর ব্যতিক্রম নন। সারা বছর কাজের ব্যস্ততায় কাটলেও, ঈদ এলেই অনেক তারকা পরিবারকে সময় দিতে চেষ্টা করেন।
কেউ ফ্যানদের সঙ্গে, কেউ আবার গরিব-দুঃখীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তবে ব্যস্ততা কাটিয়ে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর আনন্দটাই তাদের কাছে সেরা ঈদের উপহার। আর তেমন কিছু তারকা দেশে এ দেশের বাইরে ঈদ করেছেন। পাশাপাশি ঈদের বিশেষ কিছু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে। আর সেইসব বিশেষ মুহূর্তের আংশিক ছবি তুলে ধরা হল। ছবি : ফেসবুক থেকে নেওয়া

১ / ১০

২ / ১০

৩ / ১০

৪ / ১০

৫ / ১০

৬ / ১০

৭ / ১০

৮ / ১০

৯ / ১০

১০ / ১০