বাবা ইরাকি, মা আফগানি। ভারতে থিতু হওয়ার আগে এদেশ থেকে ওদেশ ঘুরেছেন। করেছেন বিজ্ঞাপনচিত্র। সুপারস্টার সালমান খানের হাত ধরে বলিউডে অভিষেক ওয়ারিনা হুসেইনের। সালমান খান ফিল্মসের ব্যানারে ‘লাভযাত্রী’ ছবিতে তিনি জুটি বাঁধেন সালমানের ভগ্নিপতি আয়ুশ শর্মার সঙ্গে। সালমান খানের ‘দাবাংথ্রি’ ছবিতে একটি বিশেষ গানে দেখা গেছে ওয়ারিনাকে। সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে প্রায় ১৮ লাখ ফলোয়ার এ অভিনেত্রীর। তাঁর মোহময় ভঙ্গির ফটোশুটের অপেক্ষায় থাকেন ভক্তরা। এক নজরে দেখেনিন এই সুন্দরীর দারুণ কিছু স্থিরচিত্র। ছবি : ইনস্টাগ্রাম