কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। যিনি বাংলা টেলিভিশন ধারাবাহিক ‘জীবন নিয়ে খেলা’ দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। এরপর তিনি তিথির অথিথি এবং সোনার হরিনের মতো বাংলা টেলিভিশন ধারাবাহিকে কাজ করেন। সাবেক ইটিভি বাংলায় ছয় বছর কাজ করেছেন। পাওলির প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র রবি কিনাগী পরিচালিত ‘অগ্নি পরীক্ষা’। ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে পাঁচটি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। ২০০৯ সালের গৌতম ঘোষ পরিচালিত ‘কালবেলা’ চলচ্চিত্রে অভিনয়ে জনপ্রিয় হয়েছিলেন পাওলি। সামাজিক পাতায় বেশ জনপ্রিয় এই পাওলি দাম। চলুন, সেখান থেকে দেখে নেওয়া যাক তাঁর কিছু স্থির চিত্র। ছবি : পাওলি দামের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া