অজয়-কাজল শুধুই দুজন দুজনার
বলিউডের জনপ্রিয় তারকা জুটি অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজল। দেখতে দেখতে ২৫ বছর পেরিয়ে গিয়েছে এই জুটির একসঙ্গে পথ চলার। বলিউড নায়িকা হিসেবে খ্যাতির শিখরে থাকাকালীনই অজয়কে বিয়ে করেন কাজল। বিয়ের বছর দুয়েক বাদে মেয়ে নিসার জন্মের পর বহু কাল পর্দা থেকে দূরেও ছিলেন এই অভিনেত্রী। বর্তমানে তাঁদের দুই সন্তান। ২০২১ সালে কাজল ফের ফিরেছেন অভিনয় জগতে। এই মুহূর্তে অজয় ব্যস্ত ‘সিঙ্ঘম ৩’ সিনোম নিয়ে। এর মাঝে ঘরোয়া ভাবেই বিয়ের ২৫তম বিবাহবার্ষিকী পালন করলেন এই দম্পতি। ছবি : অজয় দেবগন ও কাজলের ইন্সটাগ্রাম পেজ থেকে নেওয়া

১ / ৯

২ / ৯

৩ / ৯

৪ / ৯

৫ / ৯

৬ / ৯

৭ / ৯

৮ / ৯

৯ / ৯