টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎসব। এ উৎসবে নিজের প্রথম সিনেমা ‘সাবা’ নিয়ে গিয়েছেন মেহজাবীন চৌধুরী। গেল শনিবার ও রোববার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে মেহজাবীন চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘সাবা’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এটি নির্মাতা মাকসুদ হোসেনেরও প্রথম সিনেমা। রোববার সন্ধ্যায় নিজের ফেসবুকে শাড়ি পরে বেশ কিছু ছবি পোস্ট করেছেন মেহজাবীন, ছবিগুলোতে দেখা গেছে উৎসবের বিভিন্ন মুহূর্ত। ছবি : অভিনেত্রীর ভেরিফায়েড ফেসবুক থেকে নেওয়া