পরীর ‘প্রজাপতির সংসার’
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। আজ শুক্রবার সকাল বেলা সাড়ে ১১টায় নিজের ফেসবুক পেইজে কিছু ছবি পোস্ট করেছেন। সেই পোস্টে প্রায় দেড় লাখের কাছাকাছি রিঅ্যাক্ট পড়েছে। আর কমেন্ট বক্সে তো প্রশংসার ছড়াছড়ি। ছবিগুলো শেয়ার করে পরী ক্যাপশনে লিখেছেন, ‘আজ আমার মেয়ের দুই মাস হয়ে গেলো আলহামদুলিল্লাহ। এটা এক প্রজাপতির সংসার।’ পরীর কোলে রয়েছেন তার দুই মাসের কন্যা প্রিয়ম। মেয়ের মুখ প্রজাপতির স্টিকার দিয়ে ঢেকে রেখেছেন তিনি। ছবিতে আসমানি রঙের প্লেইন শাড়ি আর ছিমছাম সাজে ক্যামেরাবন্দি হয়েছেন পরী। দুই ভাই-বোন মায়ের সঙ্গে মিলিয়ে পরেছে আসমানি রঙের পোশাক। ছবি : পরী মণির ফেসবুক থেকে নেওয়া

১ / ৬

২ / ৬

৩ / ৬

৪ / ৬

৫ / ৬

৬ / ৬