অনুপমের হবু স্ত্রী কে এই প্রশমিতা?
কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী প্রশমিতা পাল। প্রশমিতার জন্ম কলকাতায়। এখানকার স্কুলে পড়াশোনা। এরপর লরেটো কলেজ থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন তিনি। বাংলার অন্যতম সেরা হিট ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমাতে গান গাওয়ার পর জনপ্রিয়তা পেয়েছিলেন এই গায়িকা। উড়ান বাংলা ব্যান্ডের প্রধান গায়িকা প্রশমিতা। ২০১৪-তে সেরা কন্ঠশিল্পীর জন্য রেডিয়ো মিরচি মিউজিক অ্যাওয়ার্ডস-এর পুরস্কারও এসেছিল প্রশমিতার ঝুলিতে। বাংলা সংগীত জগৎকে একাধিক হিট গান উপহার দিয়েছেন তিনি। আগামী ২ মার্চ সংগীত পরিচালক অনুপম রায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন প্রশমিতা। অনুপমের সঙ্গে এটি তাঁর দ্বিতীয় বিয়ে। ছবি : প্রশমিতা পালের ফেসবুক পেজ থেকে নেওয়া
১ / ১১
২ / ১১
৩ / ১১
৪ / ১১
৫ / ১১
৬ / ১১
৭ / ১১
৮ / ১১
৯ / ১১
১০ / ১১
১১ / ১১
