লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা
সৌদি আরবে আজ শুক্রবার (১৪ জুন) সকাল থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। ভোর থেকে হাজিরা ইহরাম বেঁধে মিনার উদ্দেশে যাত্রা করেন। মিনায় যতদূর দেখা যায়, শুধু তাবু আর তাবু। এরই মধ্য দিয়ে হাঁটছেন সাদা কাপড়ে ইহরাম বাঁধা হজযাত্রীরা। তাঁদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক’ যার অর্থ— হে আল্লাহ, আমি হাজির আছি, আমি হাজির আছি। আপনার কোনো শরিক নেই, আমি হাজির আছি। নিশ্চয় সকল প্রশংসা ও নেয়ামত আপনারই এবং সমগ্র বিশ্বজাহান আপনার। আপনার কোনো শরিক নেই। ছবি : এএফপি

১ / ৬

২ / ৬

৩ / ৬

৪ / ৬

৫ / ৬

৬ / ৬