রাত সুন্দর চাঁদ উঠলে। পূর্ণিমার চাঁদের উজ্জ্বল রুপালি আলোয় যখন মাঠঘাট থৈ থৈ করে সে দৃশ্য দেখলে নাকি মানবজন্ম সার্থক! আর আধখানা বাঁকা চাঁদের সৌন্দর্য! ঈদের চাঁদের কল্যাণে সে নিশ্চয়ই দেখা। চাঁদ আবার নীলও হয়। কদিন আগেই চন্দ্রগ্রহণের সময় রক্তলাল ‘সুপার ব্লাড মুন’ ভুলে যাননি নিশ্চয়ই! চাঁদের মায়াবী আলোয় চিরচেনা মেঘও অনেকসময় অন্যরকম দেখায়। অ্যালবামটি দেখে মিলিয়ে নিন কয় ধরনের চাঁদ দেখেছেন আপনি? ছবিতে বাঁকা চাঁদ। ছবি : ইবনুল করিম রূপেন