ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে যে পাখির কিচিরমিচির গান চারপাশকে জাগিয়ে তোলে সে পাখিটির নাম চড়ুই। একটা তথ্য জানলে অবাক হবেন, গায়ক এ পাখিটি ৯০টি সুরে গান গাইতে পারে! ঘরবাড়ি ঘুলঘুলি, দালানের ফোকর এবং গাছের গর্তে এরা বাসা বাঁধে। ছবিতে রাজধানীর হাতিরঝিলের সড়কের পাশের একটি ঝোপে মেলা বসিয়েছে চড়ুই পাখির দল। ছবি: নিউজ রুম ফটো