নাম বসন্ত বৌরি। কিন্তু বসন্তেও খুব একটা দেখা যায় না সোনালি গলাওয়ালা বসন্ত বৌরি পাখিকে। এ দেশেরই পাখি হলেও এখন দুর্লভ। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রশস্ত পাতার চিরসবুজ বনে এদের দেখা যায় কখনো কখনো। দেশে পাঁচ রকমের বসন্ত বৌরির দেখা মেলে। নীলগলা বসন্ত বৌরি, বড় বৌরি, ছোট বসন্ত বৌরি, দাগি বসন্ত বৌরি ও নীকান বসন্ত বৌরি। এদের ডাক বিনিময়ে মিষ্টি করুণ সুর। প্রজাতি ভেদে আওয়াজও ভিন্ন হয়। ছবিগুলো আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি : এফএনএস