সূর্যের সবটুকু রং নিয়ে যেন অপরূপ রূপে রাঙা হয়ে উঠেছে প্রকৃতি। সূর্যের সবটুকু উত্তাপ নিয়ে যেন নিজের গায় মেখেছে কৃষ্ণচূড়া। গ্রীষ্মের এ কাঠফাটা রোদে আর তপ্ত পরিবেশে কৃষ্ণচূড়ার রূপে পথচারী হয়তো ক্ষণিকের জন্য ভুলে যান সব ক্লান্তি। সুন্দর এ ছবিগুলো সম্প্রতি রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে তোলা। ছবি : ফোকাস বাংলা