কুয়াশার চাদরে ঢাকা শীতের সকালে দিগন্ত বিস্তৃত মাঠের দিকে তাকালে যেন চোখ জুড়িয়ে যায়। সকালের সোনারোদে মাঠজুড়ে খেলা করে হলুদের সমারোহ; সরিষার ফুল। আর মধুর লোভে ব্যস্ত মৌমাছি গুনগুনিয়ে ফুল থেকে ফুলে উড়ে বেড়াচ্ছে। ছবিটি আজ ১৫ ডিসেম্বর-২০১৯, রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে তোলা। ছবি : ফোকাস বাংলা