বর্ষা ও বন্যার কারণে দেশের খাল-বিল, নদী-নালা এখন পানিতে ভরপুর। তলিয়ে গেছে ফসলি জমি। তলিয়ে যাওয়া জমিতে দেখা মিলছে অনেক রকমের দেশীয় প্রজাতির ছোট মাছ। সেই মাছ ধরছে শিশু-কিশোর-তরুণরা। ছবিটি গত রোববার বগুড়ার ধুনট উপজেলার চক পিরহাটি গ্রাম থেকে তোলা। ছবি : পিবিএ