মোগল সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর স্ত্রী হাজি বেগম তাঁর স্মৃতিচারণায় দিল্লিতে সুরম্য একটি সমাধি নির্মাণ করেন। ষোড়শ শতকে সমাধিটি নির্মাণ করা হয়। এটি ভারতীয় উপমহাদেশের প্রথম উদ্যান-সমাধিক্ষেত্র (গার্ডেন টম্ব) হিসেবে স্বীকৃত। পর্যটকদের আকর্ষণের অন্যতম এই স্থাপনা ১৯৯৩ সালে ইউনেস্কো ঘোষিত বিশ্বঐতিহ্যের তালিকায় স্থান পায়। পুরো সমাধিক্ষেত্রটি পুনর্নির্মাণের পর দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ২০০৩ সালের ১৫ জুলাই। ছবি : এএফপি