কম্বোডিয়ার কামপং শহরের অদূরে সাম্বুর নামক গ্রামে ‘সাম্বুর প্রেই কুক মন্দির’ বিশ্ব ঐতিহ্যের প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে। পোলান্ডের ক্রোশোতে অনুষ্ঠিত ইউনেস্কোর ৪১তম অধিবেশনে ষষ্ঠ শতাব্দী থেকে নবম শতাব্দীর মধ্যে নির্মিত মন্দিরটি এই স্বীকৃতি পায়। ছবিটি ১৬ জুলাই-২০১৭, রোববার তোলা। ছবি : রয়টার্স