জাপানের হিগাশিয়ামা চিড়িয়াখানার বাসিন্দা ১৮ বছর বয়সী গরিলা শাবানি। দেহসৌষ্ঠব, মায়াবী চাহনি আর বলিষ্ঠ অঙ্গভঙ্গি তার বিশেষত্ব। আর এ কারণেই গরিলাটিকে দেখতে হুমড়ি খেয়ে পড়েছে জাপানি মেয়েরা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমও সয়লাব হয়ে গেছে শাবানির ছবিতে। ছবি : এএফপি