পাকিস্তানের থর মরুভূমি এক রুক্ষ-উষর বিস্তীর্ণ অঞ্চল। বৃষ্টি এই মরুভূমির সংলগ্ন এলাকার মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। তবে বৃষ্টির সঙ্গে দেখা মেলে না বললেই চলে। তবে এবারের অঝোর বৃষ্টি রূপই বদলে দিয়েছে এই মরুভূমির। বছর তিনেক বাদের এই বৃষ্টি সবুজে রাঙিয়ে তুলেছে চারপাশ, যার নিদর্শন এই ছবিগুলোয় মিলবে। ছবি : সংগৃহীত