অপরূপ সৌন্দর্য, নজর কারা রং এবং ঘ্রাণের কারণে বিশ্বজুড়ে চাহিদার শীর্ষে রয়েছে লিলিয়াম ফুল। বিদেশ থেকে আমদানির পরিবর্তে এখন আমাদের দেশেই বাণিজ্যিকভাবে লিলিয়াম চাষের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের সফলতায় গবেষণা মাঠে এখন ঝলমল করছে ১৫ রঙের লিলিয়াম ফুল। গবেষণা শেষে ফুল চাষিদের মধ্যে এর চাষ প্রযুক্তি হস্তান্তর করা হচ্ছে। ছবি : ইউএনবি