এনটিভি অনলাইন ও ডটকুইজ আয়োজিত এনটিভির ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’ নিয়ে কুইজ খেলে বিজয়ী হয়েছেন নোয়াখালীর দুই বন্ধু মাসুদুর রহমান ও মো. কামরুজ্জামান। আজ বিকেলে এনটিভি কার্যালয়ে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন এনটিভির অনুষ্ঠানপ্রধান আলফ্রেড খোকন, এনটিভি অনলাইনের প্রধান খন্দকার ফকরউদ্দীন জুয়েল, ডটকুইজের হেড অব ডিজিটাল সৈয়দ কামরুল আরেফিন জিহাদ, প্রোডাক্ট ম্যানেজার চৌধুরী জারা সারোয়াত, নাটকটির পরিচালক মাহমুদুর রহমান হিমি, অভিনেত্রী রুকাইয়া জাহান চমকসহ অনেকে। ছবি : সাইফুল সুমন