৪০০ মিটার ফ্রি-স্টাইলে রিও অলিম্পিকে রেকর্ড গড়েছিলেন ক্যাটি লেডেকি। এই ইভেন্টে বিশ্ব রেকর্ডও তাঁর। সেই লেডেকিকেই টোকিও অলিম্পিকে হারিয়ে দিলেন অস্ট্রেলিয়ার আরিয়ার্ন টিটমাস! লেডেকিকে হারিয়ে টোকিও অলিম্পিকে ৪০০ মিটার ফ্রি-স্টাইলের স্বর্ণ জিতেছেন অস্ট্রেলিয়ার এই সাঁতারু টিটমাস। শুধু তাই নয়, ২০০ মিটার ফ্রি-স্টাইলেও ছন্দ ধরে রেখেছেন টিটমাস। এই ইভেন্টেও স্বর্ণ জিতলেন টিটমাস। অসি তারকার সাফল্য যেন থামছেই না। এখন পর্যন্ত দুটি স্বর্ণ জিতে ফেললেন তিনি। ছবি : রয়টার্স