ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরা এখন কেবল সময়ের ব্যাপার। দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে এরই মধ্যে ঢাকায় এসে গেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামী ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। করোনা বিরতি কাটিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরার চ্যালেঞ্জ নিতে তৈরি হচ্ছেন সাকিব-তামিমরা।
ছবি : বিসিবি