দারুণ ছন্দে ছুটে চলা কার্লোস আলকারাজ টুর্নামেন্টের ফাইনালও রাঙালেন নিজের মতো করে। ইউএস ওপেনে ছেলেদের এককের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে ৬–৪, ২–৬, ৭–৬ (৭–১), ৬–৩ গেমে হারিয়ে ইউএস ওপেনের নতুন রাজা বনে গেলেন আলকারাজ। এই প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম শিরোপার দেখা পেলেন তিনি। মাত্র ১৯ বছর বয়সে গ্র্যান্ড স্ল্যাম জেতা আলকারাজ সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে র্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠলেন। ছবি : সংগৃহীত