নভেল করোনাভাইরাসের পরিস্থিতির মধ্যে গত ৩১ আগস্ট মাঠে গড়িয়েছে টেনিসের জমজমাট আসর ইউএস ওপেন। এরই মধ্য চতুর্থ রাউন্ডে উঠেছেন সেরেনা উইলিয়ামস, নাউমি ওসাকা, বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা, বেলজিয়ামের এলিস মের্টেন্স, যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন, দানিল মেদভেদেভ, নোভাক জকোভিচসহ প্রমুখ। তবে বিতর্কে জড়িয়ে আর খেলা হচ্ছে না জকোভিচের। বিচারককে আঘাত করে নিষিদ্ধ হয়েছেন তিনি। ছবি : রয়টার্স