১৭ দিন আগে কোপেনহেগেনের পারকেন স্টেডিয়াম কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে পড়েছিল। সেবার কারণ ছিল, ক্রিস্টিয়ান এরিকেসেনের মাঝমাঠে অচেতন হয়ে পড়া। এবার অবশ্য তেমন কিছু নয়, বরং ফুটবল উত্তেজনায় মেতে উঠেছিল কোপেনহেগেন। স্পেন বনাম ক্রোয়েশিয়া উপহার দিল তুমুল লড়াইয়ের ম্যাচ। দুদলের ম্যারাথন লড়াই শেষে শেষ হাসি হাসল স্পেন। ক্রোয়াটদের হৃদয়ভেঙে কোয়ার্টার ফাইনালে উঠল স্প্যানিশরা। ছবি : রয়টার্স