বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে বডিবিল্ডিংয়ে পাঁচ ক্যাটাগরির লড়াই শেষ হয়েছে। জুনিয়র ওপেন বিভাগে স্বর্ণ জিতেছেন নিউ গোল্ড জিম হেলথ অ্যান্ড ফিটনেস সেন্টারের মুশরাফি সাহিল। মাস্টার বডিবিল্ডিং ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন আনসারের আবু সাইদ মোল্লা। ফিজিক ১৬৬ সে. মি. দৈহিক উচ্চতা শ্রেণিতে স্বর্ণ জিতেছেন আনসারের মো. রবিউল ইসলাম। ফিজিক ১৭০ সে. মি. দৈহিক উচ্চতায় সেরা হয়েছেন গোল্ডেন জিমের সুমন খান। ফিজিক ১৭৩ সে. মি. দৈহিক উচ্চতায় স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের এমরুল ইসলাম হৃদয়। ছবি : সংগৃহীত