২০১৭ সালে সুইডেনের বিপক্ষে গোল করতে না পারায় বিশ্বকাপ খেলার টিকেট জোটেনি ইতালির। সেই ইতালিই কি না চার বছরের মাথায় দেখাল অন্য রূপ। বদলে যাওয়া ইতালি জয় করেছে ইউরো। ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হওয়া ইতালি ট্রফি নিয়ে কাল সোমবার রোমে ফিরেছে। ট্রফি নিয়ে ফুটবলারদের ঘরে ফেরার আনন্দে উৎসবে মেতেছে ইতালি। নীল জার্সির রঙে রঙিন হয়েছে পুরো রোম। ছবি : সংগৃহীত