নারীদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ইতিহাস গড়েছে আলাস্কার প্রতিযোগী লিডিয়া জ্যাকবি। এই ইভেন্টে ফেভারিট তাতিয়ানা শোয়েনমেকার কিংবা লিলি কিংকে হারিয়ে স্বর্ণ জিতে নিয়েছেন ১৭ বছর বয়সী আলাস্কার সাঁতারু জ্যাকবি। আলাস্কার ইতিহাসের প্রথম প্রতিযোগী হিসেবে অলিম্পিক খেলছেন এই তরুণী। জ্যাকবির চেয়ে এই ইভেন্টে অনেক বেশি এগিয়ে ছিলেন তাতিয়ানা শোয়েনমেকার ও লিলি কিং। কিন্তু সোনার হাসি হাসলেন জ্যাকবি। ছবি : রয়টার্স