ইউএস ওপেনের এবারের আসরে দারুণ ছন্দে ছিলেন নাওমি ওসাকা। ছন্দ ধরে রেখে শিরোপা মঞ্চেও সফল হলেন তিনি। বেলারুশ তারকাকে হারিয়ে ইউএস ওপেনের এবারের মুকুট পরলেন এই জাপানিজ তারকা। ফাইনালে আজ রোববার আজারেঙ্কাকে ১-৬, ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন ওসাকা। এটি তাঁর ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম। ইউএস ওপেন ছাড়াও অস্ট্রেলিয়ান ওপেনে জয়ের রেকর্ড আছে ওসাকার। ছবি : রয়টার্স