মেসিকে ঘিরে উৎসবের আবহ
পিএসজি বনাম স্টার্সবুর্গের ম্যাচে না খেললেও আগ্রহের কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি। ম্যাচ শুরুর আগে মেসির আগমনে বেজে ওঠে বাদ্য, জ্বলে ওঠে আতশবাজি। রঙিন ধোঁয়ার মধ্য দিয়ে মাঠে নামলেন লিওনেল মেসি। শুধু মেসি একাই নন, তাঁর সঙ্গে একে একে মাঠে আসেন পিএসজির আরও চার নতুন খেলোয়াড়—আশরাফ হাকিমি, সার্জিও রামোস, জর্জো ভাইনালডাম ও জিয়ানলুইজি দোন্নারুম্মা। দলের নতুন সদস্যদের মাঠ ভর্তি দর্শকের সামনে পরিচয় করিয়ে দেয় পিএসজি। এমন মুহূর্ত উপভোগ করেছেন ভক্তরাও। মেসি মাঠে প্রবেশের সঙ্গে সঙ্গে উৎসবের আবহ তৈরি হয় পুরো স্টেডিয়ামে। করতালি দিয়ে নতুন অতিথিকে স্বাগত জানায় প্যারিসের ভক্তরা। ছবি : রয়টার্স
১ / ১৪
২ / ১৪
৩ / ১৪
৪ / ১৪
৫ / ১৪
৬ / ১৪
৭ / ১৪
৮ / ১৪
৯ / ১৪
১০ / ১৪
১১ / ১৪
১২ / ১৪
১৩ / ১৪
১৪ / ১৪
