মাদ্রিদে উৎসবের রং
প্যারিসে গত শনিবার রাতে চ্যাম্পিয়নস লিগ জয়ের পরই উৎসবে মেতেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু ঘরের মাঠে উৎসব যে বাকি ছিল! সেটাই এবার হয়ে গেল। প্যারিস ছেড়ে ট্রফি নিয়ে মাদ্রিদে আসতেই চ্যাম্পিয়নদের বরণ করে নিল ভক্তরা। পুরো রাস্তায় উল্লাসের পর সান্তিয়াগো বার্নাব্যু জুড়েও বইল আনন্দের বন্যা। সমার্থকদের সামনেই নিজেদের ১৪তম চ্যাম্পিয়নস লিগ নিয়ে উৎসবে মাতেন মার্সেলোরা। ছবি : রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০
