সপরিবারে তুষার-রাজ্যে শচীন
ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। সম্প্রতি কাশ্মীরে সপরিবারে বেড়াতে যান শচীন। কাশ্মীরের পাহালগ্রামে রাস্তায় কয়েকজন যুবকের সঙ্গেও খেলতে দেখা যায়। কয়েকটি বল মোকাবিলা করে স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভ, আবার সুইপও খেলেন শচীন। সেই সুযোগে বিস্ময় জাগানো ক্রিকেটার আমিরের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলার একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন শচীন। আর পুরো ঘটনার সাক্ষী ছিলেন তার স্ত্রী অঞ্জলি ও কন্যা সারা। এ ছাড়া শচীন-পরিবারকে দেখা যায় পাহালগ্রামের তুষারপাত উপভোগ করতে। ছবি : শচীন টেন্ডুলকারের ইন্সটাগ্রাম পেজ থেকে নেওয়া

১ / ৪

২ / ৪

৩ / ৪

৪ / ৪